আশিক সরকার ঃ
রাজধানীর কদমতলীতে তৃতীয় লিঙ্গের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ৪ এর হিজড়া সম্প্রদায়ের লোকদের প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের(হিজড়া) ১০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা আকাশ কুমার ভৌমিক।
হিজড়াদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে আকাশ কুমার ভৌমিক তাদের সহযোগিতামূলক কাজের নানামুখী দিকও তুলে ধরেন।
আকাশ কুমার ভৌমিক বলেন, ‘আমি আপনাদের ভাই, আপনাদের (হিজড়াদের) সঙ্গে থেকে আপনাদের জন্য কাজ করে যেতে চাই।’
আকাশ কুমার ভৌমিক আরো আরো বলেন, ‘আমি আপনাদের জন্য বিউটি পার্লার করে দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করব, আমাদের সমাজের আলোকিত অনেক মানুষগুলো যুক্ত হবেন। আর তৃতীয় লিঙ্গের সদস্যরা মানুষের উপদ্রব থেকে মুক্ত হবে। আপনারাও মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না।সমাজের অন্যরা হিজড়াদের বাঁকা চোখে দেখে। আপনারা মন খারাপ করবেন না। আপনারা আমাদের সমাজের কারো না কারোর ভাই বা বোন।
এ সময় তৃতীয় লিঙ্গের বলেন, ‘আমরা এলোমেলোভাবে ঘুরে বেড়ালে এই সমাজের অনেক মানুষ আমাদের খারাপ ভাবে নেয়। কিন্তু আমরা পিছিয়ে পড়ে থাকতে চাই না।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.