বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আজ রবিবার পর্যন্ত ১৬৬৯ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।
নতুন এ ভাইরাস নিয়ন্ত্রণে শনিবার কঠোর নির্দেশনা দিয়েছেন চীনের একটি আদালত। ওই নির্দেশনায় বলা হয়, ইচ্ছা করে কেউ করোনাভাইরাসের উপসর্গ গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। আর সে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে।
ভ্রমণের তথ্য গোপন করলেও তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ ভাইরাসটি ছড়াতে সহায়তা করলে জননিরাপত্তা আইনে তাকে অভিযুক্ত করা যাবে। গুরুতর ক্ষেত্রে সে অপরাধের শাস্তি ১০ বছরের জেল, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড।
এছাড়া জ্বর, কাশি অথবা অন্য কোনো রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.