আশিক সরকার :
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।
বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়। আজ (শুক্রবার) রেজাল্ট পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্যকোনো উপসর্গ নেই। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.