বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) জেবুন নাহার শাম্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের দায়িত্বশীল সুত্র বিষয়টি নিশ্চিত করেন।
ওই সুত্র আরও জানান, ইউএনও জেবুন নাহার শাম্মী গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি নিজেই নমুনা প্রদান করেন।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে তার নমুনা পাঠানো হলে মঙ্গলবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, ইউএনও মঙ্গলবার রাত হতেই উপজেলায় থাকা সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.