প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২০, ৬:০৬ পূর্বাহ্ণ
করোনা টেস্ট করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধিঃ কোভিড-১৯ টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এলক্ষ্যে কোভিড-১৯ টেস্টের জন্য পিসিআর মেশিন আনা হচ্ছে এবং ল্যাব প্রস্তুতির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আসছে জুলাই নাগাদ কোভিড-১৯ টেস্ট শুরু করতে পারবে জবি।
বৃহস্পতিবার (২৮ মে) প্রতিবেদকের সাথে মুঠোফোন আলাপে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের এক্সপার্ট ছিলো কিন্তু পূর্ণাঙ্গ ল্যাব ও পিসিআর মেশিন ছিলো না। সম্প্রতি আমরা আমেরিকান প্রতিষ্ঠান সিডিং ল্যাবের ইন্সট্রুমেন্টাল একসেস এওয়ার্ড পেয়েছি। ফলে আমরা সিডিং ল্যাব থেকে প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম পাচ্ছি। যার মধ্যে দুইটি পিসিআর মেশিনও রয়েছে৷ আসলে জুলাইয়ে এগুলো এসে পৌঁছালে আমরা কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। আমাদের ল্যাব প্রস্তুতির কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.