বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গত মার্চে প্রাদুর্ভাব শুরুর পর করোনার নমুনা পরীক্ষা সরকারিভাবে বিনামূল্যে করা হলেও সেই সুবিধা আর থাকছে না।
বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর বেসরকারিভাবে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার খরচ পড়ছে সাড়ে চার হাজার টাকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে করোনার নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রস্তাব যায় স্বাস্থ্যসেবা বিভাগে। যাচাইয়ের পর সেই প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে।
ফির বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল পর্যন্ত পিসিআরে মোট সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.