বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুসহ ৮০ শহর আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন করে দেয়া হচ্ছে।
করোনা শনাক্ত হওয়ায় মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চন্ডিগড়, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পডুচেরি, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশও লকডাউনের আওতায় থাকবে।
লকডাউনের কারণে দেশের ভেতরে ট্রেন, বাস, মেট্রো বন্ধ থাকবে। মার্কেট, মল, প্রেক্ষাগৃহ, স্কুল, কলেজ, জিম এরইমধ্যে অধিকাংশ রাষ্ট্রে বন্ধ হয়ে গেছে। অনেক রাজ্যেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভারতে ৫ জনের বেশি লোক একত্রিত হওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.