বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে এবার নড়েচড়ে বসলো ভারতের সিকিম রাজ্য প্রশাসন। এই মুহূর্তে বিদেশি পর্যটকদের সিকিমে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে সিকিম রাজ্য সরকার।
সিকিম সরকারের এ সিদ্ধান্তে দার্জিলিং ও পাশ্ববর্তী এলাকাগুলিতে বিদেশ থেকে আসা পর্যটকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দার্জিলিং হয়ে সিকিম ভ্রমনের পরিকল্পনা ছিলো অনেকেরই। সেখানে দাঁড়িয়ে সিকিম সরকারের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভারতের বাইরে থেকে সিকিম ভ্রমনের উদ্দেশ্যে আসা পর্যটকেরা।
ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। যে কারনে আগাম সাবধানতা অবলম্বন করে ভারতের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র সিকিমে বিশেষ করে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করলো সিকিম সরকার।
সিকিম প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই সিকিম রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দফতরকে। ওই চিঠিতে বলা হয়েছে, করোনা ভাইরাস যেভাবে ভারতসহ বিশ্বজুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তাতে চিন্তিত সিকিম প্রশাসন।
যে কারনে গত ৫ মার্চ থেকে সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি সিকিমের পাশ্বর্বতী দেশ ভুটানের বাসিন্দারাও সিকিমে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.