সম্প্রতি কর্ণফুলী ইনস্যুরেন্স কোং লিঃ এর অর্ধ-বার্ষিক শাখা প্রধান সম্মেলন-২০২৪ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ.এন.এম. ফজলুল করিম মুন্সী-এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানীর ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং চীফ কনসালটেন্ট মোঃ মোছলেহ উদ্দিন, চীফ কো-অর্ডিনেটর মো: জাহিদ আনোয়ার খান সহ উর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে কোম্পানী ২০২৩ সালের প্রথম ৬ মাসের তুলনায় ২০২৪ সালের প্রথম ৬ মাসে ব্যবসা বৃদ্ধি পাওয়াতে সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করা হয়- ২০২৪ সালের বাকী ৬ মাসে ব্যবসা আরো বৃদ্ধি পাবে। সভায় ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.