বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২০’র মৌসুমটি আইপিএলের ত্রয়োদশ মৌসুম। এ আসরের নিলাম অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৯ ডিসেম্বর।
প্রথা ভেঙে বিসিসিআই প্রথমবারের মতো কলকাতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ব্যাঙ্গালুরু ঐতিহাসিকভাবে নিলামের স্থান ছিল।
এ বছরের নিলামটি অবশ্য ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। কেননা ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন দল গঠন করতে মেগা আসরের নিলামে বসবে। সর্বশেষ বৃহৎ নিলামটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের জানুয়ারিতে। সেবার দলগুলো পাঁচজন ক্রিকেটার রেখে নতুন দল সাজিয়েছিল।
সোমবারই আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে আসছে ১৪ নভেম্বর পুরোনো খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ। আর ২০২০ সালের দল গঠনে প্রতিটি দল ১২ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পারবে। এছাড়া গত নিলামের সঙ্গে অতিরিক্ত হিসেবে আরও ৪ লাখ ২৫ হাজার ডলার খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.