পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার ৩ নম্বর আসামি মো. শোয়েব খানকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৮।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় বরগুনার আমতলীর টেপুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টায় র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ১৯ অক্টোবর রাত ৯টায় কলাপাড়ার উত্তর মাছুয়াখালি গ্রামের এক গৃহবধূকে শোয়েব খানসহ কতিপয় ব্যক্তি ধর্ষণ করে।
এ-সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং অভিযুক্ত আসামিকে গ্রেফতারে র্যাবের সহযোগিতা কামনা করেন।
পরে টেপুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি শোয়েবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.