রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ১৩টি ইউনিট ও পুলিশ সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাত ১০টা ৩ মিনিটে এই খবর পাই। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও আটটি ইউনিট যোগ করা হয়।
স্থানীয়রা জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে ১০টি সেকশন আছে। ৭ নম্বর সেকশনে আগুন লাগে।
একটি ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে দোকানের অন্তত ৩ জন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.