বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি কাউন্সিলরদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। দোয়া মোনজাত শেষে মেয়র টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদসহ নব-নির্বাচিত কাউন্সিলররা তার সঙ্গে ছিলেন।
এর আগে এদিন সকালে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ থেকে বাসে চড়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন মেয়র আতিকুল ইসলাম ও নবনির্বাচিত কাউন্সিলররা। তাদের জন্য ১০টি এসি বাস ভাড়া নেওয়া হয়।
এ বিষয়ে সকালে মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনকেও এগিয়ে নিতে চাই।
আর সেই কাজ শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছি। যে মহান নেতার নেতৃত্বে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক তার প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া আসলে কোনো কিছুই পূর্ণ হতে পারে না।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী হন। ওই নির্বাচনে দক্ষিণ সিটি থেকেও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিজয়ী হন। ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়।
২৭ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা। একই দিন শপথ নেন নির্বাচিত সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররাও।
এর আগে ২০১৯ সালের উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েই আতিকুল ইসলাম ওই বছরের ৯ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নগর পিতা হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.