লাল রঙের বোতল আকৃতির পাত্রটি ফুটপাতের ওপর কাত করে রাখা। লোহা ও স্টিলের কাঠামোয় তৈরি এই বোতলের নিচে চাকা লাগানো। চলার পথে খুব সহজেই সবার দৃষ্টি পড়ে। কাছে গিয়ে দেখা যায়, এটি একটি ওয়েস্ট বিন। এর ভেতরে ব্যবহৃত প্লাস্টিকের বোতল, চা, কফি, আইসক্রিমের কাপ ও চিপসের প্যাকেটে ভরা। পাশে সড়ক বাতির খুঁটিতে ছোট্ট একটি সাইনবোর্ডে লেখা ‘বোতলের ভেতর প্লাস্টিক বর্জ্য ও বোতল রাখুন; জলাবদ্ধতা দূর করুন’।
এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের। বোতল আকৃতির এই ওয়েস্ট বিন স্থাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া বোতল আকৃতির এই ওয়েস্ট বিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সবাই শেয়ার করে আসাদুজ্জামানের এই উদ্যোগ প্রশংসা করছেন।
শুধু টিএসসিতেই নয়, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে তথা শহীদ মিনারের পূর্ব পাশে এবং শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এমন আরও দুটি ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছে। প্রতিটি বিনের ভেতরেই বোতল, কাপ, চিপসের প্যাকেটের স্তূপ দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই-তৃতীয়াংশ এলাকা (জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, কবি জসিম উদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সূর্যসেন হল, হাজী মোহম্মদ মহসিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ময়মনসিংহ লেন, ময়মনসিংহ রোড, পিজি ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর অফিসার্স কোয়াটার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, পরীবাগ, পান্থকুঞ্জ, বাংলামোটর এলাকা নিয়ে ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ড। এই এলাকাগুলোর জনগুরুত্বপূর্ণ জায়গায় ক্রমান্বয়ে ওয়েস্ট বিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন আসাদুজ্জামান।
পরীবাগের স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম। আলাপকালে তিনি জানান, ২০২০ সালের জানুয়ারিতে ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। এরপর থেকে তিনি এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ, পরিষ্কার-পরিছন্নতা, জলাবদ্ধতা দূর করাসহ বিভিন্ন কাজের উদ্যোগ নেন। এখন বোতল আকৃতির এই ওয়েস্ট বিন স্থাপন করায় সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। আশা করি, ভবিষ্যতেও তিনি তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করে যাবেন।
ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ড কার্যালয় সূত্র জানায়, গত জুন মাসের মাঝামাঝি সময়ে ওই তিনটি ওয়েস্ট বিন স্থাপন করা হয়। প্রতিটি ওয়েস্ট বিন ছয় ফুট দৈর্ঘ্য, তিন ফুট প্রস্থের। একটি ওয়েস্ট বিন তৈরিতে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা করে। এমন আরও আটটি বিন তৈরি করা হয়েছে। লকডাউনের পরপরই সেগুলো স্থাপন করা হবে।
শনিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা। লকডাউনের মধ্যেও কয়েকজন যুবক টিএসসির সামনে বসে গান-গল্প করছিলেন। এ সময় তারা ভ্রাম্যমাণ দোকান থেকে প্লাস্টিকের কাপে চা খান। চা খাওয়ার পর নিজেরাই ওই ওয়েস্ট বিনে কাপটি ফেলেন।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বসানো কাউন্সিলর আসাদের ব্যতিক্রমী ‘বোতল ওয়েস্ট বিন’
ওই যুবকদের একজন আদিল মাহমুদ। তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেন। তবে হল বন্ধ থাকায় এখন তিনি আজিমপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন। সন্ধ্যায় বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে টিএসসিতে চলে আসেন।
আদিল মাহমুদ বলেন, ব্যতিক্রমী এই ওয়েস্ট বিন স্থাপনের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছেন। এখন টিএসসি এলাকায় যারা আসেন সবাই নিজ উদ্যোগে ওয়েস্ট বিনে প্লাস্টিকের বোতল, পলিথিন রাখেন। এভাবে সবাই সচেতন হলে এবং ঢাকার অন্যান্য এলাকায় এমন বিন স্থাপন করা হলে কেউ রাস্তায় বর্জ্য ফেলবে না।
ব্যতিক্রমী এই ওয়েস্ট বিন স্থাপনের বিষয়ে কথা হয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, বোতলটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার ওয়ার্ডে যাতে জলাবদ্ধতা তৈরি না হয়। বিশেষ করে ফেলে দেয়া প্লাস্টিকসামগ্রী জলাবদ্ধতা সৃষ্টি করে। যখন আমরা নর্দমা পরিষ্কার করতে যায় তখন প্রত্যেকটা ম্যানহোলের বর্জ্যের অধিকাংশই বোতল বা প্লাস্টিকসামগ্রী পাই। বোতল থেকে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন আমি চিন্তা করলাম এই বোতলগুলো কি করা যায়, তা নিয়ে ভাবতে থাকি। কারণ মানুষকে জোর করে তো প্লাস্টিক নির্দিষ্ট স্থানের ফেলানো কঠিন। তাই আমি এই অভিনব পদ্ধতি গ্রহণ করি।
তিনি বলেন, বোতলটি টিএসসিতে স্থাপনের পর মানুষ এটাকে পজিটিভলি নিয়েছে। এখন অনেকে প্লাস্টিক বোতল, আইসক্রিম, ওয়ান টাইম চায়ের কাপ এখানে ফেলছেন এবং সেলফি তুলছেন।
আসাদুজ্জামান আরও বলেন, এখন যে আটটি বিন তৈরি করা হয়েছে, সেগুলো দোয়েল চত্বর, ফুলার রোড, ভিসি চত্বর, উদয়ন স্কুল, হাতিরপুল, বাংলামোটর, পান্থকুঞ্জ পার্কে স্থাপন করা হবে। নিজ অর্থায়ন ও বন্ধুদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
টিকাটুলির ব্রাদার্স ক্লাব মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে, এবার আমরা ভালো ভালো নির্বাচিত কাউন্সিলর পেয়েছি। তারা নিজ উদ্যোগে নিজ এলাকার সমস্যা সমাধানে কাজ করছেন। কাউন্সিলর আসাদুজ্জামান নিজস্ব উদ্যোগে যে ওয়েস্ট বিন স্থাপন করেছেন, এখন আমরা সেগুলোর সুফল পাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.