পরিক্রমা ডেস্ক : কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মিডিয়া, কমিউনিকেশন এবং জার্নালিজম বিভাগ লকডাউন বিষয় নিয়ে ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’র আয়োজন করতে যাচ্ছে। চলচ্চিত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ অক্টোবর, ২০২২।বিজয়ীদের বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হবে।
প্রতিযোগীর যোগ্যতা, ১৮ থেকে ২৪ বছর বয়সের এসএসসি পাস তরুণ-তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী শুধু একটি চলচ্চিত্র পাঠাতে পারবেন।
জুরি হিসেবে থাকবেন ফ্রাঞ্চ, হাঙ্গেরি ও বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রকার।
বিষয়ভিত্তিক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ইচ্ছুকদের সিনেমা পাঠানোর আগে মিলিয়ে নিতে হবে তিনি প্রতিযোগিতায় যোগ্য কিনা। ‘যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’ চলচ্চিত্রের বিষয়বস্তু ‘লকডাউন’। ক্রেডিট লাইনসহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন কিংবা ডকুড্রামার ডিজিটাল কপি উইট্রান্সফার (www.wetransfer.com)-এর মাধ্যমে blog.mcj@cub.edu.bd তে ডিজিটাল কপি পাঠাতে হবে।বিস্তারিত জানতে ভিজিত করুন http://mcj.cub.edu.bd/events.html।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.