বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই যেন বদলাচ্ছে কাশ্মীরের চেহারা। উত্তেজনা ছাপিয়ে জাঁকিয়ে বসছে আতঙ্ক। গত ২৪ ঘন্টায় দ্রুত গতিতে পরিস্থিতি বদলেছে। তাতে বড় কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই মত অনেকের।
সূত্রের খবর, কাশ্মীরে মোতায়েন সমস্ত ভারতীয় সেনা-জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে।
রিজার্ভ জওয়ানদের নোটিশ পাঠিয়ে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক সঙ্গে ১০০ কম্পানি বাহিনী এই এলাকায় মোতায়েন করা নজিরবিহীন একটি পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।
ছাড়াও জম্মু কাশ্মীর প্রশাসন সাধারণ মানুষের সমস্যাকে মাথায় রেখে ওষুধ এবং রেশন মজুদ করার কথা বলেছে। এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। পুরো কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা রয়েছে।
জানা গিয়েছে, জওয়ানদের ডিউটিও ভাগ করে দেওয়া হয়েছে। সেই মতো মোতায়েন করা হয়েছে বাহিনী। নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের দায়িত্বে থাকছে বিএসএফ জওয়ানরা। জম্মু-কাশ্মীরের ভেতরের অঞ্চলগুলিতে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷ এই পরিস্থিতি অনেকের মনেই যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.