বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৩ নং আদালতে হাজির করা হয়। এসময় এজলাসের ভেতরে দেওয়াল ঘেরা একটি পৃথক জায়গায় রাখা হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।
খালেদা জিয়া বিচারকের উদ্দেশে বলেন, আমি এখান থেকে কিছুই দেখতে পারছি না। আমি তো আপনাকে (বিচারক) দেখছি না। এই দেয়াল তো এর আগে ছিল না, এখন কোথা থেকে এলো। আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাবো।
এ সময় খালেদার আইনজীবীরা বিচারককে বলেন, কেন তাকে পৃথক করছেন। আপনি সিদ্ধান্ত দিয়ে তাকে সামনে নিয়ে আসেন। তাকে পৃথক রাখার কোনো সুযোগ নেই।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আদালত তো এইভাবে নির্মিত। নিরাপত্তা স্বার্থে তাকে ওই জায়গায় রাখা হয়েছে।
এসময় খালেদা জিয়া বারবার বলতে থাকেন, আমি এখান থেকে কিছুই দেখতে পারছি না।
পরে বিচারক বলেন, আমি তো আজ নতুন। বিষয়টা আমি দেখবো। আজ এখানেই থাকুক।
এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.