বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কিশোরগঞ্জে স্কুলশিক্ষক সাহেদ আলী হত্যা মামলায় আদালত নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ৪ এপ্রিল বিকালে হোসেনপুর উপজেলার বীর হাজীপুর গ্রামের স্কুলশিক্ষক সাহেদ আলী রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পূর্ব বিরোধের জের ধরে আসামিরা পার্শ্ববর্তী পিপলাকান্দি গ্রামের নূর উদ্দিনের বাড়ির সামনের রাস্তায় দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত সাহেদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২০ দিন পর ২৪ এপ্রিল তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের ছেলে মো. ফরিদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। রায়ে সহিদ মিয়া নামে একজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাশ প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুল হক, রতন মিয়া, রিপন মিয়া, নূর উদ্দিন, দুলাল মিয়া, মোস্তফা, রাশিদ, আবু সাহিদ ও নূর উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.