কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। আজ শনিবার দুপুর ২টায় কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম তাদের নাম ঘোষণা করেন।
মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের প্রস্তাব এবং সমর্থনের প্রেক্ষিতে সভাপতি পদে এমপি বাহার এবং সাধারণ সম্পাদক পদে মেয়র রিফাতের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়।
দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.