বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : তুরস্কের এক বৃদ্ধ লোক তার ব্যাগের ওপর কুরআন শিক্ষা কার্যক্রমের একটি ঘোষণাপত্র লিখে তুরস্কের রাস্তায় চলাফেরা করেন।
তুরস্কের এই বৃদ্ধ লোক দেশটি তুর্কি বাসি যে কাউকে কোন অর্থ ছারাই কুরআন শিক্ষা দেন। তার ভাষায়, তিনি আল্লাহর জন্য এটা করছেন এবং কুরআন শেখানোর জন্য তুরস্কের যেকোনো জায়গায় যেতে প্রস্তুত আছি।
সেখানে লেখা রয়েছে, আমি প্রতিদিন আপনাকে ১০ মিনিটের জন্য কুরআন শিক্ষা দিতে পারি।
আমি আপনার বাড়ি বা অফিস যেকোনো জায়গায় যেতে প্রস্তুত। কুরআন শেখানোর জন্য আমি কোনও পারিশ্রমিক গ্রহণ করি না। আমি এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি।
প্রকৃতপক্ষে এ বৃদ্ধের কাজটি হাদিসের পরিভাষায় অনেক উত্তম কাজ। এ কাজে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম প্রতিদান দেবেন।
বিশ্ব মুসলিম উম্মাহর জন্য তিনি এক আদর্শ অনুপ্রেরণা। একজন মুসলমানের কী ধরনের কার্যক্রম হওয়া উচিত যার কিছু তিনি তার কাজের মাধ্যমে তুলে ধরেছেন।
তুরস্কের এ বৃদ্ধ লোকের কাধে ঝুলানো ব্যাগ ও তার আহ্বানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবি দেখে লোকটিকে চিনতে পারলে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.