কুষ্টিয়া শহরে কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে বাবা-মা ও ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, এ মাসেই ভাড়া এসেছে পরিবারটি। তাই তাদের সম্পর্কে খুব বেশি জানা নেই। ঘটনার পরপরই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। হত্যাকারী ধরতে এরইমধ্যে মাঠে কাজ শুরু করেছেন তারা।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.