“বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের বুকে
ধারণ করতে হবে ”
- কুয়েট ভাইস-চ্যান্সেলর
১৯ আগস্ট, ২০১৯ঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে ১৯
আগস্ট বিকাল সাড়ে ৩ টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-
চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,
“বঙ্গবন্ধুকে যদি আমরা সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাই তাহলে
বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে। তিনি ছিলেন মেহনতি মজদুরের
দলে, শোষিত মানুষের পক্ষে। মাত্র তিন বছর আট মাসে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে
উন্নয়নের স্তম্ভে দাড় করেছিলেন বঙ্গবন্ধু”। কুয়েটের ভাইস-চ্যান্সেলর আরো বলেন,
“বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলার। তাঁর এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য
আমাদেরকে সততার সাথে কাজ করতে হবে”। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ)
প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা
করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী,
ইলেকট্র্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন
আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল
ইসলাম ও রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার
মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, শিক্ষক
সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, শিক্ষক সমিতির
সাধারণ সম্পাদক প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রফেসর ড. সজল কুমার অধীকারী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি
প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন)
সভাপতি জি এম মনিরুজ্জামান, কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সভাপতি মোঃ
মামুনুর রশীদ জুয়েল, কর্মচারী সমিতির (৪র্থ শ্রেণী) সাধারণ সম্পাদক মোঃ ইমরান
আলী এবং বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি সোনালী বিনতে শরীফ।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহদের
স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.