বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘হিরো ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল
ইগনিশন ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার রাতে বিশ^বিদ্যালয়ের
স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টিভ্যালের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের
ভাইস-চ্যান্সেলর বলেন, “আমাদেরকে একাডেমিক এবং ইন্ড্রাস্ট্রিয়াল কোলাবোরেশন
এর সুযোগ সৃষ্টি করতে হবে। ফেস্টিভ্যাল শিক্ষার্থীর মেধাকে শাণিত করে,
তাদেরকে যোগ্যতাসম্পন্ন ও ইনোভেটিভ করে। প্রতিযোগিতালব্ধ জ্ঞান
শিক্ষার্থীদের বাস্তব জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে”।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান
মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল
ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার,
ওজোপাডিকো’র ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোঃ শফিক উদ্দীন, নিলয় মটরস
লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম, সিনকোস
ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ডাইরেক্টর (ইঞ্জি) নাসিক এম. আক্কাস ।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই পর্বের এই
আয়োজনে ছিলো ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও মেকানিক্যাল ফেস্টিভ্যাল।
ফেস্টিভ্যালে লাইন ফলোয়ার রোবট (খঋজ), প্রোজেক্ট শোকেসিং, পোস্টার
প্রেজেন্টেশন, মেকানিক্স অলিম্পিয়াড, অটোমোবাইল অলিম্পিয়াড, পিএলসি
(চখঈ) প্রোগামিং, বিজনেস কেস স্টাডি, ক্যাড ডিজাইনিং (ঈঅউ) ও ফিফা
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফেস্টিভ্যালে কুয়েটসহ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের পাঁচশতাধিক প্রতিযোগী
অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ২য়
বারের মত ফেস্টিভ্যালটি আয়োজন করলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.