বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কেরানীগঞ্জে একটি ওয়ানটাইম গ্লাস-প্লেট তৈরির প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পরে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা ২২ মিনিটের দিকে চুনকুটিয়ার হিজলতলা বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার সূত্রপাত্র সম্পর্কে জানা যায়নি।
এছাড়া আগুনে হতাহত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.