বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার অগণিত সমর্থক। অনেকেই এই সমর্থন নিয়ে তোলেন আপত্তি। কেউ কেউ তো বলেন বাংলাদেশে বসে যাদের জন্য এত চিৎকার, তারা হয়তো ঠিকঠাক জানেই না দেশের নাম। তাদের সেই সমালোচনা এবার মুছে দিলেন আর্জেন্টিনার ২০০৬ বিশ্বকাপ দলের অধিনায়ক পাবলো সোরিন।
২৮ বছর পর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দূর হয়েছে তাদের দীর্ঘদিনের আক্ষেপ। দেশটির প্রতিটি এলাকাতেই চলছে উৎসব। এমন সময় বাংলাদেশকে স্মরণ করলেন পাবলো সোরিন। কোপা জয়ের পরেই বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে নিজের ইন্সটাগ্রামে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট। সেখানে তিনি স্মরণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা।
কোপার শিরোপা বাংলাদেশিদের উৎসর্গ আর্জেন্টিনার সাবেক অধিনায়কের
পোস্টে তিনি লিখেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে আমরা কাতারে খেলেছিলাম। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করার কাজটি ছিল অনেক কষ্টের। যাই হোক, ব্রাজিলের সঙ্গে ওই ম্যাচে সময় গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিলো কিছু বাংলাদেশি এবং হাসিমুখে তারা আমাদের সমর্থন দিয়েছিল।’
তিবি আরও বলেন, ‘ওই পতাকায় দূর থেকে খেয়াল করেছিলাম একটা কথা লেখা, বাংলাদেশ। জোরে চিৎকার করে, লাফিয়ে, নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল তারা। আজ আমি তাদের স্মরণ করতে চাই, আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশ ও বাংলাদেশিকে। যারা পৃথিবীর অন্যপ্রান্তে থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে। আনন্দ-উল্লাসে মেতে উঠেছে।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.