বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য দেশের সকল কোচিং সেন্টার টানা একমাস বন্ধ রাখা হবে। রোববার রাজধানীতে এক সভায় এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা যায়, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসময় প্রশ্ন ফাঁসরোধে দেশের সকল কোচিং সেন্টার টানা একমাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা একমাস দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।
মন্ত্রী আরো জানান, এবার প্রশ্ন ফাঁসরোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.