বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সতর্ক করেছে আইসিসি। সঙ্গে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক।
বেঙ্গলুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ‘অনুপযুক্ত শারীরিক সংঘর্ষে’র জন্য এই শাস্তি পেয়েছেন কোহলি। ঘটনাটি ঘটে ভারতের ব্যাটিংয়ের পঞ্চম ওভারে। রান নেওয়ার সময় কোহলি প্রোটিয়া পেসার বিউরেন হ্যান্ডরিক্সকে উদ্দেশ্যপূর্ণভাবে কাঁধ দিয়ে ধাক্কা লাগায়। বিষয়টি দৃষ্টি এড়ায়নি আম্পায়ারের।
আন্তর্জাতিক ম্যাচে ‘অনুপযুক্ত শারীরিক সংঘর্ষের’ জন্য কোহলি আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন। যার ফলে আম্পায়ার তার লেভেল ওয়ানে করা অপরাধ খুঁজে পেয়েছেন।
এর আগেও ২০১৬ সালের সেপ্টেম্বরে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন কোহলি ডিমেরিট পয়েন্ট।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.