বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রফেসর মাশরুরশা প্রাইম ইউনিভার্সিটির ইংরেজী বিভাগ ও সেন্টার ফর রিসার্চ, এইচআরডি এন্ড পাবলিকেশন্স-এর যৌথ উদ্যোগে গত ২৫ শে এপ্রিল ২০১৯ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘পোষ্ট কলোনিয়ালিজম : অ্যান ইনট্রোডাক্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব মীর শাহাবুদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী। সেমিনারের প্রধান বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপকহিদ হোসাইন। সেমিনারে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সভাপতি জনাব এ.এস.এম. সাদউল কাদের।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.