পরিক্রমা ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুইপক্ষের গোলাগুলিতে বশির উল্লাহ (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৩ জুন) ভোর ৪টার দিকে ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৩২ ব্লকের ফজু মিয়ার ছেলে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দুইগ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় বশির উল্লাহর মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ওসি আরও জানান, ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.