বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৩ দিনের সরকারি সফরে আমেরিকা যাচ্ছেন। ওই সফরে আমেরিকার কোনো বিলাসবহুল হোটেলে না থেকে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি খরচ কমাতে তার ওই সিদ্ধান্ত।
২১ জুলাই আমেরিকা সফরে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাসভবনে থাকলে মার্কিন সফরের খরচের তালিকাটা বেশ খানিকটা কম হবে বলে মনে করছেন পাক প্রধানমন্ত্রী। যদিও ইমরান খানের এই ভাবনায় সম্মতি নেই আমেরিকার সিক্রেট সার্ভিস এবং ওয়াশিংটন প্রশাসনের। তারা একে খুব একটা গ্রহণযোগ্য ভাবনা বলে মনে করছেন না।
কোনো অতিথি আমেরিকায় পা রাখার সঙ্গে সঙ্গেই তার নিরাপত্তার দায়িত্ব নেয় আমেরিকার সিক্রেট সার্ভিস, তবে নিরাপত্তার কারণে ওয়াশিংটনের ট্রাফিকে যেন প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখা হয়।
প্রতি বছর ওয়াশিংটনে শতাধিক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরা আসেন, সেই সময় শহর প্রশাসনের সঙ্গে যৌথভাবে বিষয়গুলি সামলায় আমেরিকার ফেডেরাল সরকার, যাতে ওই ভিভিআইপি সফরগুলির প্রভাব শহরের স্বাভাবিক জীবনের উপর না পড়ে।
এমনিতেই ওয়াশিংটনের ওই এলাকায় ভারত, তুরস্ক, জাপান-সহ একাধিক দেশের দূতাবাস রয়েছে। সেখানে একাধিক মার্কিন কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করার কথা ইমরানের। কিন্তু পাক রাষ্ট্রদূতের বাসভবন আকারে তেমন বড় না হওয়ায়, বৈঠক করতে পাক প্রধানমন্ত্রীকে বার বার পাক দূতাবাসে যেতে হতে পারে। তাতেই দুশ্চিন্তা বেড়েছে সিক্রেট সার্ভিস এবং মার্কিন প্রশাসনের। বার বার পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাস্তায় বেরোলে, তাতে যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা তাদের।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.