বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ শুনানির এ দিন ধার্য করেন।
চিকিৎসাধীন খালেদা জিয়াকে এদিন আদালতে হাজির করা হয়নি। তাছাড়া তার আইনজীবীরা জানিয়েছেন, এসব মামলার কয়েকটি উচ্চআদালতে স্থগিত রয়েছে। এ অবস্থায় অভিযোগ গঠন শুনানির জন্য আদালত নতুন এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.