বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রবেশ করেছেন তার স্বজনরা।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় তারা হাসপাতালে ঢোকেন।
স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও সামিয়া ইস্কান্দার।
এর আগে সর্বশেষ গত ১৩ নভেম্বর প্রায় দুই বছরের অধিক সময় ধরে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর স্বজনরা তার সাথে সাক্ষাৎ হয়। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ওইদিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন ছোট ভাই শামীম ইস্কান্দার,তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার এবং তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগনে শাহরিয়া হক।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.