বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কক্সবাজারের খুটাখালীতে সামাজিক বনায়নের গাছ পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমনে আলী আহমদ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ভোরে জেলার উত্তর বনবিভাগের আওতাধীন খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আহমদ ওই এলাকার মৃত গোলাম কাদেরের ছেলে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘উত্তর বন-বিভাগের আওতাধীন খুটাখালীর পূর্ণগ্রাম এলাকায় সামাজিক বনায়নে সৃজিত গাছ পাহারা দিতে যায় আলী আহমদ। গাছ পাহারা দেওয়ার কোনো এক সময় আলী আহমদ ঘুমিয়ে পড়ে। এ সময় বন্যহাতির দল আলী আহমদকে পায়ে পিষ্ট করে ও সুড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্য হয়। পরে পরিবারের লোকজন সকাল পর্যন্ত বাড়ি ফিরে না আসায় তার খোঁজে পাহাড়ে গেলে তার মৃতদেহ দেখতে পায়।’
এদিকে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে আলী আহমদের লাশ উদ্ধার করেছে সংশ্লিস্ট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.