বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে দুইজনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, দুইদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাত পৌঁনে ১২টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী রফিকুল ইসলাম (৫০) খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। রাত দেড়টার দিকে তিনি মারা যান।
অপরদিকে জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় মঙ্গলবার দুপুর পৌঁনে ২টায় কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের আব্দুল কাদের সানা (৫০) খুমেকের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। রাত সোয়া ১টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.