খুলনা: খুলনার খান জাহান আলী সেতুর বাইপাস সড়কে রবিবার রাত পৌনে ১১টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন জন প্রাইভেট কার যাত্রী ও দুজন পথচারী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে বাগেরহাট থেকে খুলনাগামী একটি ট্রাক খান জাহান আলী সেতু পার হয়ে বাইপাস সড়কের হরিণটানা গেট এলাকায় পৌঁছে। সেখানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুই পথচারীকেও চাপা দেয় যানবাহন দুটি। ফলে ঘটনাস্থলেই দুই পথচারীসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর লবনচরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করেন। পাশাপাশি দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি জানান, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকচালক পালিয়ে গেছে বলেও ধারণা করছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.