বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনায় ৩য় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। বুধবার সকালে কাজে যোগ না দেয়ায় এসব মিলের উৎপাদন বন্ধ রয়েছে।
একই দাবিতে বিকাল ৪টা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করবে শ্রমিকরা। এর আগে মঙ্গলবার বিকালে অবরোধের পাশাপাশি রাজপথে নামাজ আদায় ও ইফতারি করে শ্রমিকরা।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের ৮ থেকে ১১ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। এ কারণে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধসহ আন্দোলন কর্মসূচি পালন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.