বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : খুলনা জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৯৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও এক কেজি ৯১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, খুলনার নয়টি থানার বিভিন্নস্থানে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নয় মাদকবিক্রেতাসহ মোট ৫৯ জন আসামিকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.