আনফাল সরকার পমন : খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সূর্যসেন হল সংলগ্ন মাঠে। খেলাটির শুভ উদ্বোধন করেছেন জনাব শামসুল ইসলাম নয়ন, সহকারী পুলিশ কমিশনার(বাংলাদেশ সচিবালয়-নিরাপত্তা),ডিএমপি।উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপসম্পাদক বাদশা শাওন,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আনফাল সরকার পমন,ডুসামের সাবের সভাপতি জিএম নাসির উদ্দীন,সাবেক সাধারণ সম্পাদক আতিক রহমান, আবদুল হান্নান ও আল আমিন গাজী সহ ডুসামের সাবেক ও বর্তমান নেতৃত্ববৃন্ধ। খেলায় মোট আট টিম অংশগ্রহণ করে। আটটি টিমের সমন্বয়ে তিনটি ট্যাব পর্বের মাধ্যমে প্রথম পর্বের খেলাটি সম্পন্ন হবে এবং দ্বিতীয় পর্ব থেকে নক-আউট পদ্ধতিতে চারটি টিম সেমিফাইনালে ব্রেক করবে। ফাইনালে উত্তীর্ণ টিমদ্বয়কে নিয়ে আগামী শনিবারেই হবে কাঙ্ক্ষিত ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে ডুসামের প্রথম নারী সভাপতি হ্যাপী বকাউলের ভাষ্য মতে, "এই খেলার মাধ্যমে নিজেদের পারস্পরিক ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে"। অপরদিকে ডুসামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া দৃপ্ত কণ্ঠ গর্ব করে বলেন " ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুসামই একমাত্র সৃজনশীল সংগঠন যে সংগঠনে প্রত্যকেটি ঋতুতেই মেতে উঠে বর্ণিল ধাঁচে,কখনো খেলাধুলায় আবার কখনো কখনো মেধা অন্বেষণের প্রতিযোগিতায়। এবং খেলাটি আয়োজন করতে সর্বাত্বক সহোযোগিতা করেছেন সাজিন আহমেদ কৌশিক, ফটোগ্রাফার ও তরুন উদ্যোক্তা।তাই সাজিন আহমেদ কৌশিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.