বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটিয় কেরিয়ারকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং। তার অবসরের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ক্রিকেট বিশ্ব।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের অবসরে টুইট করেছে।
শচীন টেন্ডুলকার টুইট করে বলেছেন," কী অসাধারণ কেরিয়ার তোমার যুবি, দলের প্রয়োজনে তুমি সত্যিই চ্যাম্পিয়ন হিসেবে অবতীর্ণ হয়েছো। মাঠ এবং মাঠের বাইরে উত্থান-পতনে তোমার লড়াই সত্যিই অসাধারণ। তোমার দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা... "
গৌতম গম্ভীর যুবরাজকে প্রিন্স বলে সম্বোধন করে বিসিসিআই-এর কাছে অনুরোধ করেছেন একদিনের ক্রিকেটে যুবরাজের ১২ নম্বর জার্সিকে সম্মান জানিয়ে এবার অবসরে পাঠানো উচিত।
শুধু ভারতীয়রা নয় কেভিন পিটারসন, টম মুডিও শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজকে।
আর সেই স্টুয়ার্ট ব্রড ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যার ছয় বলে ছটি ছক্কা মেরেছিলেন যুবরাজে। ব্রড লিখেছেন, অবসর জীবন আনন্দে কাটাও লেজেন্ড!
২০০০ সালে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয় থেকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আর ২০১১ সালে একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করেন যুবরাজ সিং।
মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াই জিতে বাইশ গজে ফিরে তিনি প্রমাণ করেছিলেন এভাবেও ফিরে আসা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.