একটু তালি, একটু গান। ইংলিশ আদবকেতায় দর্শক সমর্থনের রূপ অনেকটা এমনই। কিন্তু দল যখন বদলেছে, সমর্থকদেরও তো বদলাতে হয়! গ্যালারিতে তাই গর্জন হলো, গলা ছেড়ে গান চলল সমানে। ২২ গজে ক্রিকেটারদের ব্যাট-বলের পারফরম্যান্সও হলো ছন্দময়। মাঠ আর গ্যালারির যুগলবন্দী মিলিয়ে এজবাস্টনে বয়ে গেল যেন ইংলিশ জোয়ার। তাতে ভেসে গেল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠের বিশ্বকাপে ফাইনালে উঠল ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.