বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে আজ নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও চলমান আসরের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার কিছু নেই বলেই মনে করেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
তার মতে, বিশ্বকাপের দশটি দলের সবাইকেই হারানো সম্ভব। যদি ইংল্যান্ডের দিকে তাকান, তারা খুব ভালো ক্রিকেট খেলছিলো এবং সবাই মনে করেছিলো তাদের হারানো কঠিন হবে। কিন্তু সবাইকেই হারানো সম্ভব। আমাদের পরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও খুব ভালো ক্রিকেট খেলছে। তবে তাদেরকেও হারানো সম্ভব।
উল্লেখ্য, বিশ্বকাপের এবারের আসরে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের শুরুটা হয় বিশাল হার দিয়ে। তবে পাকিস্তানই পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। তৃতীয় ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা হয়নি সরফরাজ আহমেদের দলকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.