ঢাকা টেস্টে প্রথম দিনে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ইতিবাচক ব্যাট করে টেস্ট ক্যারিয়ারের ৩য় ফিফটি তুলে নেন ওপেনার জয়। এরপরই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা শান্ত টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করেন। ১১৮ বলে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত, যাতে ছিল দৃষ্টিনন্দন ১৮টি চার।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে জাকির হাসান আউট হলে শুরুতে বিপদে পড়ে টাইগাররা। অভিষেক ওভারে বল করতে এসে নিজের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে মারেন আফগান পেসার মাসুদ। স্ট্রাইকে থাকা জাকির হাসান খোঁচা দিয়ে নিজের বিদায় ডেকে আনলেন। শুরুতে মাসুদের আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার।
তবে রিভিউ নেয় আফগানিস্তান। সেখানেই আল্ট্রা এজে স্পাইক দেখা যায়। আর অভিষেক বলেই উইকেট পেয়ে যান আফগান বোলার। এতে গড়েন রেকর্ডও। ২১ বছর আগে কলম্বো টেস্টে মোহাম্মদ আশরাফুলকে শিকার করে এই রেকর্ড গড়েন শ্রীলঙ্কার চামিলা গামাগ। সেটি নতুন করে আজ ফেরালেন আফগান পেসার মাসুদ।
তিনে নেমে নাজমুল হাসান শান্ত শুরু করেন ঝড়ো ব্যাটিং। তাকে সঙ্গ দেয়া জয় অবশ্য ধীরগতিতে ব্যাট চালাতে থাকেন। ১২৬ বলে তারা পূর্ণ করেন শতরানের জুটি। ৫৮ বলে ১০ চারে শান্ত হাকান ফিফটি। জয়ের লাগে ১২০ বল। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা শান্ত পান সেঞ্চুরির দেখাও; ১১৮ বলে মেরেছেন ১৮টি চার। স্বীকৃত ক্রিকেটে পাঁচ ইনিংসে তার তৃতীয় একশ ছোঁয়া ইনিংস এটি। অন্যদিকে, শান্তকে যোগ্য সঙ্গ দেন ওপেনার জয়। ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন তরুণ এ ওপেনার। ১০২ বলে এই মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১৮ রান। দ্বিতীয় উইকেটে দুইশত রানের জুটি ছাড়িয়ে গেছেন এই জুটি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.