বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : মৌসুমের মাঝপথে এসেই হঠাৎ খেই হারিয়ে ফেলল মাউরিজিও সারির চেলসি। দুর্দান্ত শুরু করা চেলসিকে এখন মাঠের খেলায় তেমন খুঁজেই পাওয়া যায় না। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে তারা হারলো ২-০ ব্যবধানে। উনাই এমেরির দল পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। বেলারিনের ক্রস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন আলেক্সান্দার লাকাজেত। ১৭ মিনিটে অবেমায়েংয়ের শট রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা।
৩৯ মিনিটে আবারো চেলসির রক্ষণ দূর্গে আঘাত হানে আর্সেনাল। এবার সক্রেটিসের ক্রস থেকে গোল করেন দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার কসেইনলি। ৪৫ মিনিটে আলোন্সোর শট গোলবারে লেগে ফিরে আসলে ০-২ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি সারির দল। ২-০ গোলে পরাজয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে তিনে চলে আসলো চেলসির। ব্লুজদের পরবর্তী ম্যাচ ইএফএল কাপের সেমিফানাল স্পার্সদের বিপক্ষে। অন্যদিকে আর্সেনালের পরবর্তী ম্যাচ এফএ কাপে ম্যান ইউর বিপক্ষে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.