বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেয়া ১৭১ রানের লক্ষ্য মাত্র ১৫ ওভারেই উতড়ে যায় ক্যারিবিয়রা। ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-১ এ সমতায় ফিরলো দু’দল।
রবিবার রাতে ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলে ভারত। ৩ চার ও ৪ ছক্কায় ৩০ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন শিভম দুবে। ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রিষভ পান্ত।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ক্যারিবিয়ান অপেনার এভিন লুইস ও লেন্ডন সিমন্স ৭৩ রানের জুটি গড়েন। ৩ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৪০ রান করেন লুইস। ১৪ বলে ২৩ রান করে শিমরন হেটমায়ার সাজঘরে ফিরলেও নিকোলাস পুরানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিমন্স। ৪৫ বলে অপরাজি৭ত ৬৭ রানের ইনিংস খেলেন সিমন্স।
শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাহাড় গড়েও জয়ের দেখা পায়নি উইন্ডিজ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.