বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :আগের রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় শুক্রবার গোটা দিন ভেসে গেছে ওয়েলিংটন টেস্টের প্রথম দিন। হয়নি টস, হয়নি খেলা। আজ দ্বিতীয় দিনেও একই দশা বেসিন রিজার্ভে।
আগের দিনের বৃষ্টি থামেনি এখনও। বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে ঘণ্টায় ২৬ মাইল বেগে বাতাস।
হ্যামিল্টনে প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। তবু ওয়েলিংটন টেস্টে ভালো কিছুর আশা জাগিয়েছিল প্রথম ইনিংসে তামিমের শতক আর দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক।
শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
মাঠে পানি জমে যাওয়ায় আম্পায়ার ও ম্যাচ রেফারি জানান, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপরও খেলা শুরু করা না গেলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।
টানা বৃষ্টিতে যে পরিমাণ পানি জমেছিল তাতে বৃষ্টি বন্ধ হলেও বাকি সময়ে খেলার জন্য মাঠ উপযোগী করে তোলাটাই দুষ্কর হয়ে পড়তো।
আজ দ্বিতীয় দিনেও তারই আভাস ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। শেষ পর্যন্ত কখন খেলা শুরু হয় সেটাই আপাতত দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.