বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : উপমহাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। এই টেস্টে সাংসদ হিসেবে কলকাতার গ্যালারিতে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে।
কলকাতায় দিবারাত্রির টেস্টে আমন্ত্রণ পেয়েছেন ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ইডেনে থাকছেন মাশরাফি বিন মুর্তজাও। যদিও দেশের অভিষেকের এক বছর পর টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। তবে ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে মাশরাফি থাকবেন একজন সাংসদ হিসেবে।
মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে থাকবেন মাশরাফি। দিবারাত্রির টেস্ট উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাশরাফির সঙ্গে থাকছে তাঁর পরিবারও। কাল কলকাতা গিয়ে ফিরবেন ২৩ নভেম্বর। অবশ্য এই টেস্টে ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন ৩৬ টেস্টে ৭৮টি উইকেটের মালিক মাশরাফি। তবে সেই আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন।
বাংলাদেশ-ভারতের ইডেন টেস্ট নিয়ে এমনিতেই আগ্রহের কমতি নেই কলকাতায়। পুরো ইডেন সেজেছে গোলাপি রঙে। টেস্টের প্রথম চার দিনের টিকিট বিক্রি এরই মধ্যে শেষ হয়েছে। মাঠে বসে খেলা দেখতে বাংলাদেশ থেকেও যাচ্ছেন প্রচুর দর্শক। ইডেন গার্ডেনে আকর্ষণীয় আবহ ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি নেই আয়োজকদের। গোলাপি বলের টেস্ট সামনে রেখে রাতের কলকাতা যেন হয়ে উঠেছে গোলাপি শহর। এখন দেখার পালা সাদা পোশাকে কতটা রঙিন হয়ে খেলতে পারেন মুশফিকুর রহিম, মুমিনুল হকরা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.