বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানকে দেশটির জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে তারা।
ইংল্যান্ডের মাটিতে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজ থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন ইউনিস। তার সঙ্গে দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক স্পিনার মুস্তাক আহমেদকে। দলের মেন্টর হিসেবেও কাজ করবেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান এক বিবৃতিতে বলেন, ইউনিস খানের মতো একজন আমাদের দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে রাজি হওয়ায় আমরা অভিভূত। তাকে এই প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন।'
তিনি আরো বলেন, 'বর্তমান দলের অনেকেই ইউনিস খানকে রোল মডেল মনে করেন। তার দর্শন ও কাজ থেকে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি।'
ইংল্যান্ড সফরে তিনটি করে ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.