বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন বিশেষ আসরে রংপুর রেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
কম্পিউটার বিশ্লেষক হিসেবে শ্রীনিবাসকে নিয়োগ দিয়েছে রংপুর রেঞ্জার্স। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শ্রীনিবাসের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিপিএলে রংপুর রেঞ্জার্সের পরিচালকের দায়িত্বে থাকা আকরাম খান বলেন, আমাদের হেড কোচ বাদে সব কোচ স্টাফ স্থানীয়। শুধু কম্পিউটার বিশ্লেষক হিসেবে আমরা শ্রীনিবাসকে নিয়েছি। স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছি। সহকারী কোচ হিসেবে বাবুকে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএল সপ্তম আসর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.