 
     আশিক : ফুটবল পাড়ায় জোর গুঞ্জনকে সত্যি করে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতেই ওঠেছে ব্যালন ডি'অরের পুরস্কার। এই পুরস্কার নিয়ে নতুন রেকর্ড গড়েছেন ক্ষুদে জাদুকর। রেকর্ড ষষ্ঠবারের মতো এ পুরস্কার জিতলেন কাতালান অধিনায়ক।
আশিক : ফুটবল পাড়ায় জোর গুঞ্জনকে সত্যি করে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতেই ওঠেছে ব্যালন ডি'অরের পুরস্কার। এই পুরস্কার নিয়ে নতুন রেকর্ড গড়েছেন ক্ষুদে জাদুকর। রেকর্ড ষষ্ঠবারের মতো এ পুরস্কার জিতলেন কাতালান অধিনায়ক।
সবশেষ ২০১৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এরপর পরপর দুই মৌসুমে এই পুরস্কার জিতেছেন রোনালদো; আর গেল মৌসুমে মেসি-রোনালদোকে টপকে ব্যালন ডি’অর জিতেছেন লুকা মদরিচ।
ব্যালন ডি'অর জিততে মেসি পেছনে ফেলেছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোকে।
৩০ জনের এবারের তালিকায় ফেবারিট থাকা মেসি গত মৌসুমে অসাধারণ সময় কাটিয়েছেন। লা লিগা এবং কোপা দেল রে কাপের শিরোপা জিতেছেন। সবমিলিয়ে গোল করেছেন ৫০ ম্যাচে ৫১টি। চ্যাম্পিয়নস লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি।
গোলরক্ষকের ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছেন ব্রাজিলের আ্যলিসন বেকার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.