বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটাই কি হয়ে গেল পর্তুগিজ মহাতারকার ক্রিস্টিয়ানো রোনালদো শেষ ইউরো ম্যাচ? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কারণ- রোনালদোর বয়স চলছে ৩৬। আরেকটা ইউরো বছর চারেক পর। ততদিনে ৪০ এর ঘরে পা রাখবেন তিনি।
এখন যে বয়স চলছে, এ বয়সেই অনেকে পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন। তবে রোনালদো ছাড়েননি। কঠোর পরিশ্রম করে নিজেকে রেখেছেন পুরোপুরি ফিট। সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন সমানতালে। তবে আরো ৪ বছরও যে এভাবে খেলে যেতে পারবেন তার নিশ্চয়তাই বা কি?
যদি এটাই শেষ হয়, তবে শেষটা রাঙানো হলো না। ইউরোর এবারের আসরটা রোনালদো শুরু করেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। আসর শেষ করলেন রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়ে।
ব্যক্তিগতভাবে অবশ্য একেবারে খারাপও কাটেনি। ৪ ম্যাচে ৫ গোল করেছেন। আছে ১টি অ্যাসিস্টও। তবে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পাননি, দলকেও টেনে নিতে পারেননি পরের ধাপে, এই কষ্ট হয়তো পোড়াবে পর্তুগিজ প্রিন্সকে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.